এটি একটি প্রাচীন বাজার। এখানে প্রতি শনি ও বুধবারে হাট বসে। প্রায় এক লক্ষ লোক সমাগম হয় বাজারে হাট বারে। আশে-পাশের ও দূর থেকে লোকজন আসে এই বাজারে। এখানে আলাদা আলাদা বাজার বসে যেমন,গরু বাজার, হাঁস-মুরগি-কবুটর বাজার, ধান বাজার, কাঁচা বাজার, বাশঁ বাজার, মাছ বাজার, ঠোল-পাতি বাজার, দুধ বাজার, ইত্যাদি আরো বাজার আছে। প্রায় ৬০০ দোকান আছে বাজারে যা প্রতি দিনই খোলা থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS