Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চাতলপাড় বড় বাজার
Location
চাতলপাড়,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
Transportation
সব দিকে যাওয়া-আসার সময় আমাদের চাতলপাড় বড় বাজার আসতে হয়।
Details

এটি একটি প্রাচীন বাজার। এখানে প্রতি শনি ও বুধবারে হাট বসে। প্রায় এক লক্ষ লোক সমাগম হয় বাজারে হাট বারে। আশে-পাশের ও দূর থেকে লোকজন আসে এই বাজারে। এখানে  আলাদা আলাদা বাজার বসে যেমন,গরু বাজার, হাঁস-মুরগি-কবুটর বাজার, ধান বাজার, কাঁচা বাজার, বাশঁ বাজার, মাছ বাজার, ঠোল-পাতি বাজার, দুধ বাজার, ইত্যাদি আরো বাজার আছে। প্রায় ৬০০ দোকান আছে বাজারে যা প্রতি দিনই খোলা থাকে।