Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

জেলা মহিলা বিষয়ক অফিসের তথ্যাবলী

কি সেবা কিভাবে পাবেন

 

ক) আইনী সহায়তায় সংক্রান্ত তথ্যঃ

(১) অসহায় নির্যাতিত মহিলাদের বিনা খরচে আইনগত পরামর্শ প্রদান  (২) সালিশ/কাউন্সিলং এর মাধ্যমে পারিবারিক কলহ মিমাংসা করা, (৩)নির্যাতিতা , তালাকপ্রাপ্ত নারীদের ভরণ পোষণ ও দেন মোহর আদায়ের ব্যবস্থা করা (৪) যৌতুক প্রথাকে নিরুৎসাহিত করা (৫)বাল্যি বিবাহ নিরোধের পক্ষে কাজ করা।

(খ)দারিদ্র বিমোচন ও আর্থ কর্ম সংস্থানঃ

(১) দারিদ্র বিমোচন আর্থ কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা(২) ক্ষুদ্র ঋণ দান করা (3) কর্মজীবি মহিলাদের জন্য ল্যাকটিটিং মাদার ভাতা প্রদান করা।(৪) মাতৃত্ব ভাতা প্রদান করা।

(গ) সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতাঃ

(১) জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করা, (২) সভা/সেমিনার করা(৩)লিফলেট/পোষ্টার বিতরণ করা

(ঘ) শিশু দিবাযত্ন কেন্দ্রঃ কর্মজীবি মায়েদের কাজের সুবিধার্থে ৬ মাস থেকে ৬বছর পর্যন্ত বাচ্চাদের এই কেন্দ্রে বিনা খরচে রাখা হয়


  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ব্রাহ্মণবাড়িয়া।

সিটিজেন চার্টার

 

০১।জেলায় অবস্তিত মহিলা বিষয়ক অধিদপ্তরের যাবতীয় পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচীর দায়িত্ব পালন।

 

২।ভিজিডি কর্মসূচী বাস্তবায়ন কার্যক্র পরিবেক্ষন এবং নিয়মিত পরিদর্শণসহ এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালন।

 

৩।জেলায় অধিনস্ত স্বেচ্ছাসেবি মহিলা প্রতিষ্ঠান নিবন্ধনকরণ নবায়ন অনুদান বিতরণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহ নিয়মিত অডিটের ব্যবস্থা করা পরিদর্র্শন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।

 

৪।মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম।

 

৫।দরিদ্র মা এর জন্য মাতৃত্বকালভাতা(ইউনিয়ন পর্যায়ে)।

 

৬।কর্মচজীবি ল্যাকটেটিং মাতার সহায়তা তহবিল(পৌরসভা পর্যায়ে)।

 

৭।বিভিন্ন প্রাশিক্ষণ(ব্লক বাটিক, খাদ্র দ্রব্য প্রক্রিয়াজাত করণ, মোমবাতি তৈরী, সেলাই ও এমব্রয়ডারী, বউটি ফিকেশনস) ইত্যাদি।

 

৮।নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল।